মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে "সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের" আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড় গরু বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা হাসপাতাল প্রাঙ্গণে উপজেলার রহিমপুর, শমসেরনগর, আলীনগর ও কমলগঞ্জ পৌর এলাকার ৫২ জন সুফলভোগীর হাতে ১টি করে ষাঁড় গরু তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
ডা. রমা পদ দে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
শাহিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা
ডা. রাশেদুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা
এম এ ওয়াহিদ রুলু, আহ্বায়ক, কমলগঞ্জ প্রেসক্লাব
আহমেদুজ্জামান আলম, সাধারণ সম্পাদক, কমলগঞ্জ প্রেসক্লাব
অনুষ্ঠানে সুফলভোগীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রমা পদ দে জানান, পর্যায়ক্রমে উপজেলায় ৩৮৬ জন উপকারভোগীর মাঝে ষাঁড় ও বকনা গরু, গরুর ঘর নির্মাণ এবং গরুর খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :