নাটোরের বাগাতিপাড়া উপজেলায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫টি ভেকুর ব্যাটারি ও একটি টুলবক্স জব্দ করেছে সেনাবাহিনী।
বুধবার (১৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার পাঁচুড়িয়া, বাঁশবাড়িয়া ও জামনগর এলাকায় এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর একটি চৌকস দল এসময় অবৈধ পুকুর খননের কাজে ব্যবহৃত ব্যাটারি ও টুলবক্স জব্দ করে। তবে অভিযান সম্পর্কে আগেই খবর পেয়ে সেনাবাহিনী পৌঁছানোর আগেই পালিয়ে যায় পুকুর খননকারীরা।
এ তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর লালপুর ক্যাম্পের অধিনায়ক ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :