AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাঙ্গুনিয়ায় ৩০০ প্রান্তিক কৃষক পেলেন সরকারি প্রণোদনা


রাঙ্গুনিয়ায় ৩০০ প্রান্তিক কৃষক পেলেন সরকারি প্রণোদনা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমী (উফশী) আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উপলক্ষে রাঙ্গুনিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার গোলাম আজম সুমন প্রমুখ।

বিতরণ কর্মসূচীর সংক্ষিপ্ত আলোচনায় উদ্দেশ্যে ইউএনও বলেন, আপনারা যে যার যার সাধ্যমতো চাষাবাদ করবেন। বীজ নিয়ে কেউ অবহেলা করবেন না। কারও জমি খালি রাখবেন না। শেষে ৩০০ জন কৃষকের প্রতিজনকে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে টিএসপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। 

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!