লালমনিরহাটের কালীগঞ্জে স্কুলছাত্রী জান্নাতি বেগমকে (১২) শ্বাসরোধে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো জেলা। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বেলাল হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লালমনিরহাট টেকনিক্যাল কলেজ গেট, ভোটমারী উচ্চ বিদ্যালয়সহ ছয়টি স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এলাকাবাসী, শিক্ষার্থী ও শিক্ষকরা।
মৃত জান্নাতি কালীগঞ্জ উপজেলার চর ভোটমারী গ্রামের ফজলুল হকের মেয়ে এবং স্থানীয় ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে।
বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে জান্নাতিকে পাশের ভুট্টা খেতে হত্যা করা হয়। পরদিন তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দলবদ্ধ ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।
ঘটনার পর জান্নাতির বাবা ফজলুল হক বাদী হয়ে বেলালসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত বেলালকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, হত্যার কারণ হিসেবে পারিবারিক বিরোধের কথাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
এদিকে জান্নাতির মৃত্যুতে জেলাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি, কালীগঞ্জ থানায় ঘেরাও ও মানববন্ধনসহ বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :