এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে ঝালকাঠি জেলায় ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ও একজন কেন্দ্রসচিব এবং হল সুপারসহ ৯ জন পর্যবেক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও তাতে সহযোগিতার দায়ে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের হদুয়া বৈশাখিয়া কামিল মাদ্রাসা দাখিল গনিত পরীক্ষা চলাকালে নকলের দায়ে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের সহযোগিতা করার কারণে কেন্দ্র সচিব ও হল সুপারসহ ৭ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
অব্যাহতি পাওয়া সাত পরিদর্শক হলেন মোঃরফিকুল ইসলাম (ছৈলাবুনিয়া মাদ্রাসা) মাহমুদুল হাসান (তালতলা দাখিল মাদ্রাসা),এমদাদুল হক (পালট দাখিল মাদ্রাসা), মো. রেজাউল করিম (ডেবরা দাখিল মাদ্রাসা), মো. জহিরুল ইসলাম (ভেরনবাড়িয়া আলিয়া মাদ্রাসা), নিবারন জোমাদ্দার (চর আমতলী মাদ্রাসা), মো. ফারুক হোসেন (তালতলা দাখিল মাদ্রাসা) এছাড়াও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবকে পরবর্তী সকল পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, বই, কাগজ ও দেখাদেখি করে লেখার কারণে ৮ শিক্ষার্থীকে বহিষ্কার ও তাদের সহযোগিতা করার কারণে ৭ জন শিক্ষক ও দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিব ও হলসুপারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া জেলার রাজাপুর উপজেলায় বিভিন্ন কেন্দ্র থেকে অসদুপায় উপায় অবলম্বন করায় ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বড়ইয়া ডিগ্ৰি কলেজ কেন্দ্র থেকে ২ জন, গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন ও কানুদাসকাঠি ইসলামীয়া মাদ্রাসা কেন্দ্র থেকে ১ জন কে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, তিনজন ছাত্রী ও একজন ছাত্র। তারা সোনারগাঁও জে এ কে মাধ্যমিক বিদ্যালয়, গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও পূর্ব পুটিয়াখালী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।
এ বিষয়ে রাজাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা রাহুল চন্দ বলেন, নকলসহ ধরা পড়া ও বিভিন্ন অসদুপায় উপায় অবলম্বন করার কারণে বড়ইয়া ডিগ্রি কলেজ ও গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার ও পূর্ব পুটিয়াখালী ফাজিল মাদ্রাসায় এসএসসি (দাখিল) পরীক্ষা চলাকালে ১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে জেলার কাঠালিয়া উপজেলায় আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় এক শিক্ষার্থীকে বহিষ্কার ও দায়িত্বে অবহেলা করায় দুই শিক্ষককে অব্যাহতি দিয়েছেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম।
বহিষ্কৃত শিক্ষার্থী হলো একজন ছাত্রী, তিনি আমরাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :