পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজে দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১১ জন পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে ওই দিনের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বে অবহেলা ও পরীক্ষায় নকলের সহযোগিতার দায়ে পাঁচজন সহকারী শিক্ষককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব অনিয়ম শনাক্ত করেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেন।
ইউএনও মো. ইকবাল হাসান জানান, পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও অসদুপায় সহযোগিতার দায়ে সংশ্লিষ্ট পাঁচ শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বহিষ্কৃত শিক্ষার্থীদের শুধু গণিত বিষয়ের খাতা বাতিল করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে।
পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :