২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে ময়মনসিংহের নান্দাইলে ১৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে উফশী আউশ বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় নান্দাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাইমা সুলতানার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত কৃষি অফিসার মো. আতিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আবু আহমেদ তারিফ, তানভিনা পারভিভ তৃণা, উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল হক, আজিজুর রহমানসহ কৃষি অফিসে কর্মরত সকল কর্মকর্তা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভার ১৩৮০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফসী আউশ ধানের বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :