মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টার মাসুম বাদশার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) রাতে আহত সাংবাদিক নিজেই বাদী হয়ে সিংগাইর থানায় ৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম।
এজাহারে উল্লেখিত আসামিরা হলেন :
আব্দুস সালাম ওরফে ইয়াবা সালাম (৫৩), পিতা: মৃত নিজাম উদ্দিন, গ্রাম: ধল্লা মধ্যপাড়া
হুমায়ুন ওরফে ইয়াবা হুমায়ুন (৪০), পিতা: মৃত গিয়াস উদ্দিন গাদু, গ্রাম: ধল্লা লক্ষ্মীপুর
আনোয়ার হোসেন (৪০), পিতা: তুফান আলী
জিসান (২২), পিতা: কাউছার
ওয়াজ উদ্দিন (৪৫), পিতা: জোনাব আলী
এছাড়া আরও ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি আসামি হিসেবে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মাসুম বাদশা ধল্লা বাজারস্থ নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান "ধল্লা পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থা"র অফিসে অবস্থান করছিলেন। এ সময় ইয়াবা সালামের নেতৃত্বে একদল সন্ত্রাসী সেখানে হামলা চালায়।
হামলার সময় ইয়াবা হুমায়ুনের হাতে থাকা রডের আঘাতে সাংবাদিক মাসুম বাদশার বাম হাত ভেঙে যায়। আনোয়ার একটি দা দিয়ে মাথায় কোপ মারার চেষ্টা করলে কোপটি তার ডান হাতের কব্জিতে লাগে। ইয়াবা সালামের হাতে থাকা ধারালো দা’র কোপে তার পিঠ রক্তাক্ত হয়।
এছাড়া, সন্ত্রাসীরা সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং তার হাতে থাকা একটি মূল্যবান ঘড়িও ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় আহত সাংবাদিককে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
মাসুম বাদশা অভিযোগ করে বলেন, হামলাকারীরা মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে পূর্বে একাধিকবার সংবাদ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ইয়াবা হুমায়ুনের ভাই ও বোনের দুর্নীতি নিয়ে ভোরের কাগজ ও ফুলকিতে প্রতিবেদন প্রকাশ হয়। এর প্রতিশোধ নিতেই তাদের নেতৃত্বে এই হামলা চালানো হয়। তিনি বলেন, হামলাকারীরা বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড আরও বাড়িয়েছে এবং তার কাছে চাঁদা দাবি করেছে।
বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে সঠিক বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সিংগাইর প্রেসক্লাব এক জরুরি সভা করে নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এছাড়া সিংগাইর ও মানিকগঞ্জের সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই পার্থ শেখর ঘোষ বলেন, “আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :