নওগাঁর মান্দা উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়।
পরীক্ষা কেন্দ্রগুলো হলো—মান্দা শ্যামচাঁদ (এস.সি) মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়, গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, সাহাপুর ঢোলপুকুড়িয়া (ডি.এ) উচ্চ বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ, কালিকাপুর-চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, এবং জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।
এর আগে এসব কেন্দ্রে বাংলা ও ইংরেজি প্রথম পত্রের পরীক্ষাও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। পাশাপাশি, রেবা আখতার আলিম মাদ্রাসা ও কালিকাপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এসএসসি ভোকেশনাল পরীক্ষাও বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট কেন্দ্র সচিবগণ। গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও উপজেলা একাডেমিক সুপারভাইজার এস.এম. আব্দুল লতিফ, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ খালেনুর বেগম, সাহাপুর ঢোলপুকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, কালিকাপুর-চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের কে.বিএম. ফজলে রাব্বী, মান্দা শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা মো. নুরুজ্জামান এবং জোতবাজার আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা জানান, "অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।"
মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ্ আলম সেখ বলেন, “পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা আগেভাগেই নির্দেশনা দিয়েছি। প্রত্যেক কেন্দ্র সচিবকে যথাযথ দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।”
মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আলম মিয়া জানান, “পরীক্ষা চলাকালীন সময়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে আমরা প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছি।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :