চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর চেকপোস্টে কর্তব্যরত পুলিশ কনস্টেবল শামীম রেজা সাজু আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে নিজ কোয়াটারে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত শামীম রেজা সাজুর বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার জুতিয়াডাঙ্গা গ্রামে। তিনি হোসেন আলীর ছেলে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, সাজু কয়েক মাস আগে দর্শনা জয়নগর চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশ হিসেবে যোগদান করেন। পারিবারিক কলহের জেরে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় নিজ কোয়াটারে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
শুক্রবার সকালে সহকর্মীরা সাজুকে কোয়াটারে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, আত্মহত্যার কারণ ও পটভূমি বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য রক্ষায় ভবিষ্যতে আরও সচেতনতা ও সহায়তা কার্যক্রম জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :