ফরিদপুরের সদরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নাজমুল হাসান দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে আনুষ্ঠানিকভাবে সদ্য বিদায়ী ওসি মো. আব্দুল মোতালেব হোসেন খোকনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এর আগে ওসি নাজমুল হাসান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তে কর্মরত ছিলেন। ২০০৫ সালে তিনি সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
যোগদানের পর এক প্রতিক্রিয়ায় ওসি নাজমুল হাসান বলেন, “আমি ন্যায়ের পক্ষে কাজ করব। পুলিশের সঙ্গে কোনো অন্যায় আপোষ করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস দমনে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এজন্য এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি।”
নতুন ওসির আগমনকে ঘিরে থানা জুড়ে কর্মচাঞ্চল্য দেখা যায় এবং স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :