গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রথমে মালেক স্টোর থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো:মালেকের মুদি দোকান,সাইদুলের মালামালের গোডাউন, মজনু স্টোর, জাহিদ ফার্মেসি, শহীদ স্টোর, মনজুরের চা দোকান (আংশিক ক্ষতিগ্রস্ত) ।
দোকানি আব্দুল মালেক বলেন, "প্রতিদিনের মতো গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে ঘুম থেকে উঠে শুনি আমার দোকান আগুনে পুড়ে গেছে। এখন আমি নিঃস্ব।"
গাইবান্ধা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু মোত্তালেব জানান, "সকাল ৭টা ৫০ মিনিটে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।"
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদ আল হাসান জানান, "এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন বিতরণসহ প্রাথমিক সহায়তা দেওয়া হবে।"
এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে এখন শুধুই হতাশা আর দুশ্চিন্তা বিরাজ করছে। পুনরায় ঘুরে দাঁড়াতে প্রশাসনের সহযোগিতা ও স্থানীয়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :