নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ী এলাকার জয়পুর জামে মসজিদের উন্নয়নের স্বার্থে একটি সরকারি খাস পুকুর পুনরায় মসজিদের নামে বরাদ্দ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে জয়পুর জামে মসজিদের সামনে সড়কের এক পাশে নারী-পুরুষসহ মসজিদ কমিটির সদস্যরা অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি নেহারুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, “পুকুরটি দীর্ঘদিন ধরে মসজিদের নামে ব্যবহৃত হচ্ছিল। পুকুরে মাছ চাষ করে যা আয় হতো, তা মসজিদের উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় করা হতো। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী জোরপূর্বক পুকুরটি দখলে নিয়ে নিজে মাছ চাষ করে আসছেন।”
বক্তারা আরও বলেন, পুকুরটি পুনরায় মসজিদের নামে বরাদ্দ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে একাধিকবার আবেদন করা হয়েছে, কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি।
এসময় তারা পুকুরটি মসজিদের নামে অবিলম্বে বরাদ্দ প্রদান করে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানটির উন্নয়নের পথ সুগম করার দাবি জানান।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী জানিয়েছেন, প্রয়োজনে তারা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :