রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সংকটে রিমলি চাকমা নামে এক মাস বয়সী একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেনের অভাবে শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন তার বাবা রিটন চাকমা এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার না থাকায় শিশুটিকে সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। বিকল্প হিসেবে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিয়েও শিশুটিকে বাঁচানো যায়নি।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
এদিকে এম্বুলেন্স চালক অনুপম চাকমা জানান, “এম্বুলেন্সের চাকা ও ব্যাটারি নষ্ট হওয়ায় সেটি ব্যবহারের অনুপযুক্ত। অফিসার (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) অনুপস্থিত থাকায় নতুন যন্ত্রাংশ কেনার জন্য বরাদ্দ মিলছে না। নিজের টাকায় কিনতে পারলে হয়তো করতাম, রোগীদের কষ্ট দেখে মন খারাপ হয়ে যায়।”
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন— “স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে অক্সিজেন সিলিন্ডারের পাশাপাশি ডাক্তার সংকটও প্রকট। যেখানে ১৬ জন চিকিৎসক থাকার কথা, সেখানে মাত্র ৪ জন রয়েছেন, তারাও নিয়মিতভাবে উপস্থিত থাকেন না। একমাত্র এম্বুলেন্সটিও বিকল হয়ে পড়ে আছে। বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।”
রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খিসা বলেন— “বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন একজন মেডিকেল অফিসার পদায়ন করা হলেও তিনি এখনো যোগদান করেননি। একজন দায়িত্বশীল কর্তাব্যক্তির অভাবে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। বারবার বলা সত্ত্বেও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) এখনো যোগ দেননি।”
অনেক চিকিৎসক বছরের পর বছর ঢাকায় অবস্থান করেও চাকরি হারান না। ফলে তাদের কোনো দায়বদ্ধতা নেই বলেই এমন চরম অব্যবস্থাপনা চলছে।
পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা কার্যক্রম। বারবার সংস্কার করেও উন্নতি করা সম্ভব হয়নি।
স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত নতুন হাসপাতাল ভবন নির্মাণ এবং চিকিৎসাসেবা স্বাভাবিক করার জন্য সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
এই ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ এবং শোকের ছায়া নেমে এসেছে। জনস্বাস্থ্যের এমন বেহাল দশা উন্নয়নশীল দেশের জন্য অত্যন্ত দুঃখজনক বলে মনে করছেন সচেতন মহল।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :