ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন। তিনি জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ মজলিসের সূরা ও কর্মপরিষদ সদস্য এবং রূপগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি।
শুক্রবার (১৮ এপ্রিল) ঐতিহ্যবাহী মুড়াপাড়া শাহী মসজিদে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর মুড়াপাড়া, ভুলতা, গাউছিয়া, কাঞ্চন, তারাবো ও গোলাকান্দাইলসহ বিভিন্ন এলাকায় তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন।
গণসংযোগে অংশ নেন জামায়াতের রূপগঞ্জ দক্ষিণ, উত্তর ও পশ্চিম উপজেলার আমির ও সেক্রেটারিসহ শতাধিক নেতাকর্মী। উপস্থিত ছিলেন মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, আনিসুর রহমান, আব্দুল মজিদ, খাইরুল ইসলাম, মাওলানা ফারুক আহম্মেদ এবং মোহাম্মদ হানিফ ভূঁইয়া।
অনুষ্ঠানে আনোয়ার হোসেন মোল্লা বলেন—“জামায়াতে ইসলামী সৎ নেতৃত্বের মাধ্যমে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। আমাদের দলের কেউ অতীতে রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালীন দুর্নীতির সাথে জড়িত ছিল না। চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের জন্য আমরা কাজ করবো। ইনশাআল্লাহ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন—“জামায়াতে ইসলামী সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে দেশ গড়তে চায়। ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বর্তমান সরকারের দমননীতি ব্যর্থ হয়েছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এখন জামায়াত ও জনগণ একই পথে।”
তিনি জনগণকে ‘আল্লাহর আইনের ছায়াতলে’ আসার আহ্বান জানান এবং বলেন—“সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া বৈষম্যহীন বাংলাদেশ গড়া সম্ভব নয়। ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’—এই স্লোগানে অনেক মানুষ জামায়াতের দিকে আকৃষ্ট হচ্ছেন।”
তিনি দাবি করেন, ছাত্র-জনতা ৫ আগস্টের রক্তদানের মাধ্যমে বিজয় এনেছে, ভবিষ্যতেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারাই নেতৃত্ব দেবে।
গণসংযোগকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে জামায়াতের রাজনৈতিক বার্তা পৌঁছে দেন নেতাকর্মীরা।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :