বাগেরহাট জেলার পুলিশ সুপার (এসপি) মো. তৌহিদুল আরিফের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেনের দেওয়া ভিডিও বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। এতে বলা হয়, “বহিঃপ্রকাশিত বক্তব্যে যে অভিযোগ তোলা হয়েছে তা মনগড়া এবং দায়িত্বশীল কোনো অবস্থান থেকে প্রদত্ত নয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা এটি।”
এর আগে ব্যারিস্টার সারোয়ার হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় পুলিশ সুপার তৌহিদুল আরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এবং অভিযোগ করেন যে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহিনীতে চলমান দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
এ প্রসঙ্গে এসপি মো. তৌহিদুল আরিফ বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এটি একটি পরিকল্পিত অপপ্রচার, যার মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হচ্ছে।”
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, “পুলিশ সদস্যদের মানসিক শক্তি দুর্বল করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে বাধা সৃষ্টি করতেই এমন অপপ্রচার চালানো হচ্ছে। দেশের পুলিশ বাহিনী পেশাদারিত্ব ও আইনের শাসনে বিশ্বাসী। পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের বিচার হওয়া উচিত।”
অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :