গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ বাজারে ব্যবসায়ী মো. বেলাল হোসেনের ঘর থেকে টিসিবির বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযোগ রয়েছে, শান্তিরাম ইউনিয়নের টিসিবি কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত এসব পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাবিবুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারের গোডাউন থেকে ডিলার মেসার্স তমা ট্রেডার্সের শ্রী লিটন কুমার দত্ত এবং গোপাল ট্রেডার্সের শ্রী মহেশ্বর চন্দ্র সরকার দয়াল টিসিবি কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ করেন।
এরই মাঝে বুধবার বিকেলে ৩১৫ কেজি চাল, ৭০ কেজি চিনি, ৩০ কেজি ডাল এবং ৮০ লিটার সয়াবিন তেল একত্রে উত্তোলন করে তা ভ্যানযোগে বেলাল হোসেনের ঘরে পৌঁছে দেওয়া হয়। ঘটনাটি জানতে পেরে স্থানীয় মো. ফেরদৌস সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
ইউএনও’র নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রাতে অভিযান চালিয়ে দোকান ঘর থেকে পণ্যগুলো জব্দ করেন। তবে সেসময় স্থানীয়দের বাধার মুখে পড়েন তারা। পরে ছাপড়হাটী ইউনিয়নের ইউপি সদস্য মো. আনছার আলীর জিম্মায় পণ্যগুলো রাখা হয়।
এ বিষয়ে ডিলার শ্রী লিটন কুমার দত্ত বলেন, “চেয়ারম্যানের লোকজন কার্ড নিয়ে এসেছেন, আমরা কার্ড এন্ট্রি করে মাল দিয়েছি। পরে তারা কী করেছে, সেটা আমাদের জানা নেই।”
অন্যদিকে শান্তিরাম ইউনিয়নের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন বলেন, “পণ্য বিক্রির বিষয়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি কিছুই জানি না।”
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাবিবুর রহমান জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “দুইজন ডিলার ও এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস জানান, “মামলা দায়ের করা হয়েছে, তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :