গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে স্থানীয় পূর্ব আরিচপুর রূপবানের মারটেক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে।
ঘটনার পর পুলিশ ফ্ল্যাটের মালিক ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। তবে, এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
এটি একটি মর্মান্তিক ঘটনা, যা সমাজে নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নিহত শিশুরা হলো- আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। তারা স্বপরিবারে পূর্ব আরিচপুর এলাকা জনৈক সানোয়ারের আটতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পান স্বজনরা। পরে তারা থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, তবে কেন বা কি কারণে শিশু দুইটিকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
একুশে সংবাদ/স.ট/এনএস
আপনার মতামত লিখুন :