AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরাজগঞ্জে কালোবাজারে পাচারের সময় ফেয়ার প্রাইজের ৪১ বস্তা চাল জব্দ


সিরাজগঞ্জে কালোবাজারে পাচারের সময় ফেয়ার প্রাইজের ৪১ বস্তা চাল জব্দ

সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ফেয়ার প্রাইজের ৪১ বস্তা চাল পাচারের সময় জব্দ করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে সলঙ্গা ইউনিয়নের আরাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সলঙ্গা ইউনিয়নের ডিলার মারিয়া এন্টারপ্রাইজের এরশাদ আলী চাল বিতরণের কথা থাকলেও অনেক উপকারভোগীর কাছে চাল না দিয়ে নগদ টাকা ফেরত দেন। পরে ওই চালগুলো পিকআপভ্যানে করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয়রা তা আটকে দেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪১ বস্তা চাল জব্দ করে।

এ বিষয়ে ডিলার এরশাদ আলী বলেন, "ভোক্তারা তাদের বরাদ্দ পাওয়া চাল নিজেরাই স্থানীয় মৌসুমি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেছেন। আটককৃত চালগুলো আমার নয়। আমার তালিকার সঙ্গে গুদামের মিলে গেছে।"

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লাপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাতের নির্দেশে চালগুলো জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!