মৌলভীবাজারের কমলগঞ্জে ইটবাহী একটি ট্রাক্টর উল্টে চা শ্রমিক শান্ত মহালী (১৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টর চালক মামুন আহমেদ ও জন রোজারিওর ছেলে অসীম রোজারিও।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলা এলাকার পাহাড়ের পাদদেশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত মহালী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা বাজার লাইন এলাকার চা শ্রমিক মংলু মহালীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলা এলাকার জন রোজারিও তার বাড়ি নির্মাণের জন্য পাশ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকার জসিম ব্রিকস ফিল্ড থেকে ইট কেনেন। বিকেলে ব্রিক ফিল্ড থেকে দুটি ট্রাক্টরে ইট আনা হয়।
দুর্ঘটনার শিকার ট্রাক্টরে ছিলেন জন রোজারিওর ছেলে অসীম রোজারিও ও চা শ্রমিক শান্ত মহালী। খ্রিস্টান টিলার উঁচু পাহাড় থেকে নামার সময় ট্রাক্টরের ব্রেক ফেল করে। এসময় ট্রাক্টরের ইঞ্জিন থেকে বডি ছিটকে পড়ে উল্টে যায় এবং শান্ত মহালী ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পেছনের ট্রাক্টরে থাকা শ্রমিকরা এসে ইট সরিয়ে শান্তকে উদ্ধার করলেও ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন। ধারণা করা হচ্ছে, মাথার পেছনে মারাত্মক আঘাতের কারণেই তাৎক্ষণিক মৃত্যু হয়।
এদিকে ট্রাক্টরের ইঞ্জিন অংশ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে গেলে চালক মামুন আহমেদ ও অসীম রোজারিও আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :