দালালের প্রলোভনে পড়ে রাশিয়া গিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রুশ বাহিনীর হয়ে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মোহাম্মদ আকরাম হোসেন (২৫)। শুক্রবার (১৮ এপ্রিল) তার এক সহযোদ্ধার ফোনে মৃত্যুর খবর নিশ্চিত হলে আকরামের গ্রামের বাড়ি লালপুর হোসেনপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ আকরাম ছিলেন আশুগঞ্জ উপজেলার মোরশেদ মিয়ার বড় ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে সে ছিল সবার বড়। পরিবারের আর্থিক অভাব-অনটনের কারণে ওয়েল্ডার পেশায় দক্ষতা অর্জন করে প্রায় ১১ মাস আগে রাশিয়ায় পাড়ি জমান আকরাম। রাশিয়ার একটি চায়না কোম্পানিতে আট মাস ওয়েল্ডার হিসেবে কাজ করেন তিনি। বেতন খুব বেশি না হলেও পরিবারে স্বস্তি ফিরতে শুরু করে।
তবে আড়াই মাস আগে আকরাম এক দালালের প্রলোভনে পড়ে চুক্তিভিত্তিকভাবে রুশ সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধক্ষেত্র থেকে নিজের ছবি ফেসবুকে আপলোডও করেছিলেন তিনি। পরিবারের সদস্যরা আপত্তি জানালেও তিনি জানিয়ে দেন, আর ফিরে আসার সুযোগ নেই তার।
আকরামের বাবা মোরশেদ মিয়া বলেন, “বেতন কম হওয়ায় দালালরা ওকে রুশ আর্মিতে চাকরির কথা বলে ফাঁসিয়ে ফেলে। ও নিজেই বলেছে, যুদ্ধক্ষেত্র থেকে আর বেরিয়ে আসা সম্ভব নয়। ওর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় চার লাখ টাকা জমা হয়েছিল, সেটাও এখন অনিশ্চিত।”
মা মোবিনা বেগম জানান, “১৩ এপ্রিলের পর থেকে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। শুক্রবার একজন সহযোদ্ধা ফোনে জানালেন, ইউক্রেন বাহিনীর মিসাইল হামলায় আকরামসহ কয়েকজন নিহত হয়েছেন। তারপর থেকেই ওর মোবাইল বন্ধ।”
আকরামের মৃত্যুর খবরে পরিবারে চলছে আহাজারি। মা মোবিনা বেগম ছেলের ছবি বুকে জড়িয়ে বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। শোকে স্তব্ধ পরিবারের সদস্যরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া জানান, “ঘটনার বিষয়ে আমরা অবগত। মরদেহ দেশে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :