AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নেতার মৃত্যু আহত অপর দুই


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
১২:০৯ পিএম, ১৯ এপ্রিল, ২০২৫
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নেতার মৃত্যু আহত অপর দুই

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মেহের আলী(৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চৌরাস্তা এলাকায় এশিয়ান মহাসড়কে এই দূর্ঘটনাটি সংঘটিত হয়।

নিহত মেহের আলী দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা পাড়ঘাট এলাকার পরশ আলীর ছেলে। আহতরা হলেন পাশ্ববর্তী দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী মিস্ত্রী পাড়া এলাকার মৃত নেহাজ উদ্দীনের ছেলে মোজাফফর এবং অপু শেখের ছেলে আশিকুজ্জামান শামীম। তারা সকলেই জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দেবীডুবা ইউনিয়ন শাখার সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মেহের আলী, মোজাফফর এবং আশিকুজ্জামান শামীম মহান মে দিবস উপলক্ষে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের চিঠি বিতরণ করার উদ্দেশ্যে দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে লক্ষিরহাট চৌরাস্তায় পঞ্চগড়গামী একটি পিকআপ ভ্যান পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মেহের আলীকে মৃত ঘোষণা করেন। এঘটনায় গুরতর আহত অবস্থায় মোজাফফরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং আশিকুজ্জামান শামীমকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, চিকিৎসক মৃত্যুর কারন নিশ্চিত করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!