AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক


সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক

গত ১৭ এপ্রিল ২০২৫, রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় কুখ্যাত ডাকাত করিম শরীফ তার সহযোগীদের নিয়ে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলা এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বনের গভীরে পালিয়ে যায়। পরে সেখানে সাঁড়াশি তল্লাশি চালিয়ে করিম শরীফ বাহিনীর সহযোগী মোঃ আল আমিন-কে আটক করা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি এবং ছয় রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

আটক আল আমিনকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, খুলনায় পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে করিম শরীফ বাহিনীর আরেক সহযোগী রেজাউল গাজী বাবু-কে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে করিম শরীফের সঙ্গে যুক্ত থেকে ডাকাতি কার্যক্রমে অংশ নিচ্ছিল এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করছিল বলে জানা গেছে।

এ বিষয়ে শুক্রবার রাত আনুমানিক ১২টায় বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে বিস্তারিত জানান। তিনি বলেন, “আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে এসব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুন্দরবনকে দস্যু মুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!