নরসিংদীর প্রবীণ সাংবাদিক আবু তাহের (৭৬) দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষে চলে গেলেন অনন্ত পথের যাত্রী হয়ে।শনিবার (১৯ এপ্রিল) ভোর চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ তথ্য জানান, মরহুমের ছেলে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শাহাদাৎ হোসেন রাজু।
মৃত্যূকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতী-নাতনী সহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর চিনিশপুর ঈদগাহ ময়দানে উনার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গাবতলী কবরস্থানে দাফন করা হবে।
তিনি, দীর্ঘদিন যাবত জাতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করে গেছেন। পাশাপাশি ইংরেজি জাতীয় দৈনিক দ্যা নিউজ টুডে প্রত্রিকার জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এছাড়া নরসিংদী প্রেসক্লাবের নিয়মিত সদস্য ছিলেন এবং তিনি দুইবার আহবায়কের দায়িত্ব পালন করেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :