AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদকের উপর হামলা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ঝালকাঠি
০১:৩১ পিএম, ১৯ এপ্রিল, ২০২৫
ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদকের উপর হামলা

ঝালকাঠির রাজাপুরে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক আল শাহরিয়ার নিবির (১৯)-এর উপর প্রতিপক্ষের হামলা হয়েছে। এ ঘটনায় থানায় খায়রুল (২২)-কে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্যারের অনুমতিক্রমে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা নিয়মিত বসি। খায়রুল পূর্বেও একাধিকবার এই ভবনে তালা দেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সেখানে বসতে নিষেধ করেন। তারই ধারাবাহিকতায় গত ১৭ এপ্রিল নিবির ও তার নেতাকর্মীরা তালা ভেঙে অফিসে বসে। এরপর খায়রুলের কাছে তালা দেওয়ার কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে নিবিরের ওপর এলোপাতাড়ি হামলা চালান এবং মারধর করেন। খায়রুল ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা এ সময় প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে স্থানীয়রা নিবিরকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এতে তার মাথা ও শরীরের একাধিক স্থানে জখম হয়েছে। অভিযুক্ত খায়রুল (২২) রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের মহাসিন খানের ছেলে।

এ বিষয়ে অভিযুক্ত খায়রুলের সঙ্গে কথা বললে, তিনি অভিযোগ অস্বীকার করেন এবং নিজেকেও একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে দাবি করেন।

রাজাপুর থানায় দায়িত্বরত কর্মকর্তা জানান, "আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!