AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে অজ্ঞাতনামা পুরুষের গলিত মরদেহ উদ্ধার


মধ্যনগরে অজ্ঞাতনামা পুরুষের গলিত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে অজ্ঞাতনামা এক পুরুষের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে মধ্যনগর থানাধীন ৩ নম্বর চামরদানী ইউনিয়নের মোকশেদপুর গ্রামের পাশ্ববর্তী ভোলাই নদীর পশ্চিম পাড়ে ‘দীঘার’ নামক স্থানে মরদেহটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা মরদেহটি চিনতে না পেরে চামরদানী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ফুয়াদ মিয়ার মাধ্যমে বিষয়টি মোবাইল ফোনে মধ্যনগর থানা পুলিশকে জানান।

খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশের একটি দল, এসআই আলমগীর হোসেন ও এসআই মোঃ আসাদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি গলিত অবস্থায় ছিল, তার দুটি হাতের আঙুল ও পায়ের গোড়ালি থেকে নিচের অংশ নেই। মুখমণ্ডলও পুরোপুরি বিকৃত হয়ে গেছে। মরদেহের গায়ে কোনো পোশাক ছিল না এবং এটি পোকা দ্বারা আক্রান্ত।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!