নাটোরের বড়াইগ্রামে নিজ শয়নকক্ষ থেকে অয়নাল হোসেন (৪২) নামের এক যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।
শনিবার (১৯ এপ্রিল) সকালে বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত অয়নাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল জলিল আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নটাবাড়ি গ্রামে একাই বসবাস করতেন। তার দুই সন্তান রয়েছে, যারা বর্তমানে নানার বাড়িতে থাকেন।
জানা গেছে, তিনি পেশায় বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রেতা ছিলেন।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, "বাড়ি থেকে পচা গন্ধ আসছিল। সন্দেহ হওয়ায় ভিতরে ঢুকি। দেখি ঘরের দরজা খোলা, আর মেঝেতে অয়নালের মরদেহ পড়ে আছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।"
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, "ঘরের ফটক ও দরজা খোলা ছিল। মরদেহে পচন ধরেছে এবং গন্ধ বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।"
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, "মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :