AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে বাধা দেওয়ায় মুসল্লিদের মানববন্ধন


শেরপুরে ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে বাধা দেওয়ায় মুসল্লিদের মানববন্ধন

শেরপুর জেলার সদর উপজেলার ৬ নম্বর পাকুরিয়া ইউনিয়নের গনই ভরুয়াপাড়া এলাকায় মান্দাখালী ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে বাধা দেওয়ার প্রতিবাদে স্থানীয় মুসল্লিরা মানববন্ধন করেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিরা সড়কে দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা অভিযোগ করেন, শেরপুর জেলা শহরের নারায়ণপুর মহল্লার বাসিন্দা এ এইচ নোমান ঈদগাহ মাঠের উন্নয়ন কাজ চলমান থাকা অবস্থায় ওই জমিকে নিজের দাবি করে চাঁদা দাবি করেন। এছাড়াও, তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে অরুচিকর ও আপত্তিকর মন্তব্য পোস্ট করেন। এতে মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এলাকাবাসী জানান, গনই ভরুয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন এই ঈদগাহ মাঠে গত দুই যুগ ধরে এলাকার মানুষ ঈদের জামাত আদায় করে আসছেন। এটি স্থানীয় মুসল্লিদের একমাত্র ঈদের মাঠ।

ঈদগাহ মাঠ কমিটির উপদেষ্টা মো. রবিউল ইসলাম চাঁন মিয়া বলেন, “এলাকাবাসীর স্বার্থে সরকারি খাসজমি এবং এক ব্যক্তির দানকৃত ৪ শতাংশ জমির ওপর এই ঈদগাহ মাঠ প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি এলাকাবাসীর আর্থিক সহায়তায় মাঠের উন্নয়নমূলক কাজ শুরু হলে এ এইচ নোমান নামের একজন ব্যক্তি, যিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন, কমিটির কাছে চাঁদা দাবি করেন।”

মানববন্ধনে বক্তব্য রাখেন মাঠ কমিটির সভাপতি মো. মামুন, সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম, ক্যাশিয়ার দানু মিয়া, নয়ন মিয়া প্রমুখ।

এলাকাবাসী এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঈদগাহ মাঠের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!