AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নিয়ে গেল চোরচক্র


উজিরপুরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নিয়ে গেল চোরচক্র

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামে রাতের আঁধারে দুই কৃষকের ৭০ শতাংশ জমির কাঁচা ধান কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. সিদ্দিক হাওলাদার ও আলী আকবর হাওলাদার উজিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, খোলনা মৌজার এসএ খতিয়ান নম্বর ২১১, ২১০, ২০৯ ও ২০৮ এর আওতাভুক্ত ১২৮৬, ১২৮৪ ও ১২৮৫ দাগে থাকা মোট ৭০ শতাংশ জমির ধান ১৭ এপ্রিল গভীর রাতে কেটে নেয়া হয়। পরদিন সকালে জমির মালিকরা মাঠে গিয়ে ধান শূন্য জমি দেখে হতবাক হন।

জমির মালিক সিদ্দিক হাওলাদার জানান, তার জমি প্রতিবেশী আদেল হাওলাদারের পুত্র জাহাঙ্গীর হাওলাদারকে বর্গা দেন। কিন্তু ১৮ এপ্রিল সকালে জমিতে গিয়ে দেখা যায় ধান কেটে নিয়ে গেছে কেউ। এ বিষয়ে জাহাঙ্গীর হাওলাদারকে জিজ্ঞেস করা হলে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ কৃষকরা প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “অজ্ঞাতদের বিরুদ্ধে দুটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!