“কাজ–মজুরি–জমি–অধিকার–ইনসাফ চাই, এই মুহূর্তে পল্লী রেশন চালু কর করতে হবে”—এই দাবিদাওয়া ও স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ খেতমজুর সমিতির ৯ম সম্মেলন।
শনিবার (১৯ এপ্রিল) সকালে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এই সম্মেলনের আয়োজন করে খেতমজুর সমিতি, যেখানে নবনির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কমরেড দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিশ্বজিৎ সিং বাপ্পা।
কমিটি ঘোষণার পর এক রঙিন র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট (গবা মোড়) এলাকায় এসে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি কমরেড দেলোয়ার হোসেন। এ সময় বক্তব্য রাখেন:উপেন্দ্রনাথ রায়, সভাপতি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, কুড়িগ্রাম জেলা শাখা, অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক, সিপিবি উলিপুর উপজেলা শাখা, নুর মোহাম্মদ আনছার, সভাপতি, জেলা কৃষক সমিতি এবং অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “খেতমজুরদের ন্যায্য মজুরি, কৃষি জমির নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। পল্লী রেশন চালু করে দ্রব্যমূল্যের লাগাম টানতে হবে।” তারা আরও জানান, এই আন্দোলন শুধু খেতমজুর নয়, বরং সারাদেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।
একুশে সংবাদ /উ.কু.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :