AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনের ওপর জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও দলের অঙ্গ সংগঠনগুলোর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

সকাল সাড়ে দশটার দিকে উল্লাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে থানার মোড়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের সাবেক ডিআইজি খান সাঈদ হাসান। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য শরফুদ্দীন মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আল আমিন এবং ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর উল্লাপাড়ার থানা মোড় এলাকায় বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়, বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

একুশে সংবাদ/উ.সি.প্র//এ. জে

Shwapno
Link copied!