বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান বলেছেন, “কুরআনের আইন ছাড়া সমাজে ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়। মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালনায় বিগত ৫৪ বছরে শান্তি প্রতিষ্ঠা হয়নি, বরং সমাজে বৈষম্য ও অবিচার বেড়েছে।”
তিনি আরও বলেন, “ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে আইন তৈরি করে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, অর্থপাচার ও দখলদারিত্বের সংস্কৃতি চালু করেছে। ফলে নাগরিকরা মৌলিক অধিকার হারিয়ে দাসে পরিণত হয়েছে। যারা-ই সরকার গঠন করুক, কুরআনের বিধান ছাড়া তারা জনগণের কল্যাণে কিছুই করতে পারবে না।”
আজ শনিবার (১৯ এপ্রিল) নকলা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় দাওয়াতি গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম সারোয়ার এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি শরিফুল ইসলাম শরীফ।
জামায়াত নেতা হাফিজুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। ইসলামী আদর্শই পারে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি ও অন্যায় মুক্ত বাংলাদেশ গড়তে। জাতি যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, জামায়াত সে বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি ধর্ম-বর্ণ, দল-মতের ঊর্ধ্বে উঠে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া (ভিপি)। তিনি বলেন, “আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবনব্যবস্থা হলো ইসলাম। শান্তি, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রজীবন পর্যন্ত ইসলামকেই পথনির্দেশক মানতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক সম্পাদক ফারদিন হাসান হাসিব, উপজেলা অফিস সেক্রেটারি লুৎফর রহমান ফিরোজ, পেশাজীবী সংগঠনের সভাপতি মাওলানা হযরত আলী, সাবেক আমির মুফতি খাদেমুল ইসলাম, ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সেক্রেটারিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ১১-২৫ এপ্রিল “দ্বীনের দাওয়াতি গণসংযোগ” কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো নকলাতেও ইসলামের দাওয়াত পৌঁছে দিতে এই কর্মসূচি পালন করছে জামায়াত।
একুশে সংবাদ//ন.শে.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :