AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হনুমান উদ্ধার, চকরিয়া সাফারি পার্কে অবমুক্ত


বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হনুমান উদ্ধার, চকরিয়া সাফারি পার্কে অবমুক্ত

চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী ফুলতল মোড়ে লোকালয়ে ঢুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে একটি মুখপোড়া হনুমান। শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত হনুমানটিকে স্থানীয় দুই যুবক মো. মুন্না ও ফয়সাল উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে।

উদ্ধারকারী মুন্না জানান, “সকাল থেকে হনুমানটি ভবনের ছাদ ও গাছে লাফালাফি করছিল। হঠাৎ একটি গাছ থেকে ছাদে লাফ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়।”

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা এসএম সাইদুল আলম সাঈদ বলেন, “হনুমানটির কিছু লোম পুড়ে গেছে, তবে গুরুতরভাবে আহত হয়নি। তাকে স্যালাইন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন অনেকটাই সুস্থ। পরে প্রাণিটিকে বন বিভাগে হস্তান্তর করা হয়।”

চট্টগ্রাম বন বিভাগের সদর রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন জানান, “এটি একটি মুখপোড়া হনুমান, যা বর্তমানে প্রায় বিলুপ্তপ্রায় প্রজাতি। প্রাণিটিকে চকরিয়া সাফারি পার্কে পাঠানো হয়েছে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবে।”

তিনি আরও বলেন, “এ ধরনের উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিবেশ ও প্রাণিসম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ধারকারী মুন্না ও ফয়সালকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই তাদের মানবিক উদ্যোগের জন্য।”

 

একুশে সংবাদ//বো.চ.প্র//এ.জে

Shwapno
Link copied!