AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে তানোরে গণসংযোগ করলেন এডভোকেট তারেক


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৭:৫৫ পিএম, ১৯ এপ্রিল, ২০২৫
রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে তানোরে গণসংযোগ করলেন এডভোকেট তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত "রাষ্ট্র মেরামতের ৩১ দফা" বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা এডভোকেট সুলতানুল ইসলাম তারেক তানোর উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজারে গণসংযোগ করেছেন। 

শনিবার (১৯ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির লক্ষ্য তুলে ধরেন।

গণসংযোগ শুরু হয় তানোর থানা মোড় থেকে। এরপর তালন্দ ইউপির মোহর গ্রামের ঘোড়াডুবি মোড়, দেবিপুর মোড়, পাঁচন্দর ইউপির কৃঞ্চপুর হাট, কয়েল হাট, ইলামদহী বাজার, নারায়নপুর মোড়, লালপুর বাজার হয়ে রাতের শেষ প্রান্তে তিনি বেলপুকুরিয়া গ্রামে এক ইসলামী জালসায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

এডভোকেট তারেক বলেন, “বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা যেন প্রতিটি নাগরিক পড়ে এবং বোঝে, সেই উদ্দেশ্যেই আমি আপনাদের দ্বারে এসেছি। আমরা ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালিত হবে, জনগণের অধিকার ও ন্যায়বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে, তা এই ৩১ দফায় স্পষ্টভাবে বলা আছে।”

তিনি আরও বলেন, “নির্বাচন দিতে যত দেরি হবে, ততই দেশের সংকট বাড়বে। স্বৈরাচারীরা মাথা তুলে দাঁড়াবে। তাই এখনই জনগণের রায় নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে হবে। আমি এই আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আপনাদের দোয়া চাইছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি প্রয়াত নেতা ব্যারিস্টার আমিনুল হকের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলেও তার হয়ে কাজ করব, কারণ আমি শাসক হতে নয়, আপনাদের খাদেম হতে এসেছি।”
গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম সরকার, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী, যুবদল নেতা আতিকুর রহমান, সাইদুর রহমান, জহুরুল ইসলাম, রানা, মিল্টন প্রমুখ।

গণসংযোগে বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

 

একুশে সংবাদ//তা.র.প্র//এ.জে

Shwapno
Link copied!