AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত শমসেরনগর বিমানবন্দর চালুর অপেক্ষায় মৌলভীবাজারবাসী


দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত শমসেরনগর বিমানবন্দর চালুর অপেক্ষায় মৌলভীবাজারবাসী

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালুর অপেক্ষায় দিন গুনছেন মৌলভীবাজারবাসী। ব্রিটিশ আমলে নির্মিত দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ এই সামরিক বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে অন্তবর্তীকালীন সরকারের উদ্যোগে আশার আলো দেখছে স্থানীয়রা।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে অবস্থিত এ বিমানবন্দরটি ৬২২ একর জমির ওপর নির্মিত। রানওয়ের দৈর্ঘ্য প্রায় ৬,০০০ ফুট এবং প্রস্থ ৭৫ ফুট। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বৃটিশ বাহিনী এটি নির্মাণ করেছিল ‘দিলজান্দ বন্দর’ নামে। দেশভাগের পর নাম পরিবর্তন করে রাখা হয় ‘শমসেরনগর বিমানবন্দর’। ১৯৬৮ সালে এক দুর্ঘটনার পর বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

১৯৯৫ সালে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রচেষ্টায় স্বল্প সময়ের জন্য ফ্লাইট চালু হলেও তা টেকসই হয়নি। বর্তমানে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ ইউনিট এবং কৃষি প্রকল্প এখানে সক্রিয় রয়েছে।

শমসেরনগর বিমানবন্দরটি চালু হলে মৌলভীবাজারের পর্যটন খাত, প্রবাসীদের যাতায়াত এবং আঞ্চলিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জেলার একটি বড় জনগোষ্ঠী ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। বিমানবন্দরটি চালু হলে এই বিশাল প্রবাসী জনগোষ্ঠী এবং স্থানীয় পর্যটকদের যোগাযোগ সহজ হবে।

বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ও নভোএয়ার ইতোমধ্যে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার সুবিধা দিলে তারা প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করবে।

জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন জানিয়েছেন, দেশের ব্রিটিশ আমলে নির্মিত ২৮টি পরিত্যক্ত বিমানবন্দরের মধ্যে ৭টি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে মৌলভীবাজারের শমসেরনগর বিমানবন্দর অন্যতম। ইতোমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে এবং বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল এলাকা সরেজমিন পরিদর্শনও করেছে।

তিনি বলেন, “সড়ক ও রেলপথের চাপ কমিয়ে অর্থনীতি চাঙ্গা করতে শমসেরনগর বিমানবন্দর দ্রুত চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি শিগগিরই কার্যক্রম শুরু হবে।”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি এই বিমানবন্দরটিতে একাধিক বাংকার, টাওয়ারসহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও রয়েছে। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ হলে এটি পর্যটন আকর্ষণ হিসেবেও কাজ করতে পারে।

দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতির আশায় থাকা মৌলভীবাজারবাসী এবার বাস্তব পদক্ষেপ দেখতে চান। তারা বলেন, “শুধু কাগজে কলমে নয়, এবার যেন সত্যি সত্যিই ফ্লাইট চালু হয়।”

 

একুশে সংবাদ//মৌ.প্র//এ.জে

Shwapno
Link copied!