প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে আমি মুগ্ধ হয়েছি। বিদ্যালয়টির সার্বিক নিয়ম-শৃঙ্খলা, ছাত্রছাত্রীদের আচরণ ও বিধিবিধান মেনে চলার যে চিত্র দেখেছি, তাতে আমি আবেগাপ্লুত। সত্যিকার অর্থেই এটি একটি মডেল স্কুল।”
রবিবার (২০ এপ্রিল) সকাল ৯টায় মাগুরার শালিখা উপজেলা সদরের আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও জানান, “মাগুরা জেলায় ৫০৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেগুলো আমাদের তালিকাভুক্ত। এসব বিদ্যালয়ের উন্নয়নের জন্য পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান
মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার মো. বনি আমিন
সহকারী কমিশনার (ভূমি) মনীষা রাণী কর্মকার
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল বাশার
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন
জেলা বিএনপির সদস্য ও সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার
শালিখা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব মিয়া
সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :