AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে মধ্যেরাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৩টি দোকান


চাঁদপুরে মধ্যেরাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৩টি  দোকান

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২০ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনার খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

বাজারের এক ব্যবসায়ী জানান, “প্রথমে একজন সিএনজিচালক আগুন দেখতে পান। তিনি বাজারের এক পরিচিত ভাইকে ফোন দেন। এরপর আমরা বাজারে মাইকিং করি এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিই। কিছুক্ষণ পর তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।"

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল কাপড়ের দোকান, খাবার হোটেল, স্বর্ণের দোকান, ব্যাটারি ও মাইক দোকান, টেইলার্স এবং ফার্মেসি। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!