সাংস্কৃতিক সংগঠনের চিত্রক একাডেমি’র আয়োজনে অঙ্কন প্রতিযোগিতার বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে শহরের ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মহিলা পরিষদের জেলা কমিটির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন, দৈনিক সংবাদের চীফ রিপোর্টার সালাম জুবায়ের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রক একাডেমি’র ব্যবস্থাপনা পরিচালক সমীর সরকার।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :