চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণের ঘটনার প্রতিবাদ এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আদিবাসী ছাত্র সমাজ। একই সঙ্গে রাঙামাটির কাউখালীতে এক আদিবাসী শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
রোববার (২০ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়ার সূর্যশিখা ক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত পাড়ার বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, "অপহৃত পাঁচ শিক্ষার্থীকে অবিলম্বে সুস্থ অবস্থায় মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অপহরণের জন্য ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।"
একইসঙ্গে রাঙামাটির কাউখালীতে ধর্ষণের শিকার মারমা তরুণীর ঘটনায় অভিযুক্ত ধর্ষককে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়।
বক্তব্য দেন—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহেল চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী সমিতির বিকাশ চাকমা, সরকারি মহিলা কলেজের মায়া চৌধুরী, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি আকাশ ত্রিপুরা, বিএমসির সভাপতি উক্যনু মারমা ও পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা প্রমুখ।
এদিকে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :