AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিল্প কারখানার বর্জ্যে ধ্বংস হচ্ছে কালীগঞ্জের কৃষিজমি


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৫:৪৬ পিএম, ২০ এপ্রিল, ২০২৫
শিল্প কারখানার বর্জ্যে ধ্বংস হচ্ছে কালীগঞ্জের কৃষিজমি

গাজীপুরের কালীগঞ্জে কলকারখানার বিষাক্ত বর্জ্যের কারণে ধানের জমিতে বিপর্যয় নেমে এসেছে। এতে করে কৃষিজমির ফসল নষ্ট হওয়া, খাল-বিলের দেশীয় মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু, প্রজনন ব্যাহত হওয়া, পরিবেশের বৈচিত্র্য নষ্ট হওয়া এবং জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন গ্রামের পাশ দিয়ে প্রবাহিত পারুলি খাল (স্থানীয়ভাবে পাঠামারা খাল নামেও পরিচিত) বর্জ্যের কারণে মারাত্মকভাবে দূষিত হয়ে গেছে। পানির অতিরিক্ত দূষণে মাছসহ জলজ প্রাণীরা নিশ্চিহ্ন হওয়ার উপক্রম। জলাশয়গুলো মাছশূন্য হয়ে পড়েছে। কৃষিজমির উর্বরতা নষ্ট হয়ে চাষাবাদের অযোগ্য হয়ে উঠছে।

স্থানীয় কৃষক মো. ইলিয়াছ ও মো. মোজাম্মেল জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলায় গড়ে ওঠা বিভিন্ন শিল্পকারখানা থেকে ভারি ধাতু, কেমিক্যাল মিশ্রিত তরল বর্জ্য, হাসপাতালের বর্জ্য, মৃত প্রাণীর দেহ ও মনুষ্যবর্জ্য পারুলি খালের পানিতে এসে মিশছে। পরে এই বিষাক্ত পানি বেলায় বিল পর্যন্ত পৌঁছে ব্যাপকভাবে দূষণ ছড়াচ্ছে।

স্থানীয় আরেক কৃষক মো. জাকারিয়া বলেন, “এই বিষাক্ত পানি সেচ হিসেবে জমিতে দিলে জমির মাটি বিষাক্ত হয়ে যায়, জমির উর্বরতা কমে যায়। ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। খালের আশপাশে বসবাসকারী মানুষ চর্মরোগে ভুগছেন, গন্ধে মানুষ আর খালের ধারে যেতে চায় না।”

স্থানীয় শিক্ষার্থী, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইব্রাহীম খলিল বলেন, “ভারি ধাতু মিশ্রিত পানি কৃষকের ফসলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে। অধিকাংশ শিল্পকারখানায় ইটিপি (Effluent Treatment Plant) নেই। তাই কেন্দ্রীয়ভাবে সরকার ইটিপি স্থাপন ও কার্যকর করার উদ্যোগ নিলে দূষণ রোধ সম্ভব।”

এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ জানান, “বিষয়টি জেলা প্রশাসকের মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করা হবে। এটি জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষায় প্রতিটি কলকারখানাকে ইটিপি চালু রাখতে বাধ্য করতে হবে।”

পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলার উপপরিচালক আরেফিন বাদল জানান, “আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি। পরিবেশ দূষণের অভিযোগের ভিত্তিতে একটি পর্যবেক্ষণকারী দল দ্রুত ঘটনাস্থলে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে একটি ক্ষুদে বার্তা পাঠানো হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!