প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, রেজিস্ট্রেশন স্থগিতাদেশ প্রত্যাহার, অফিস সহায়ক নিয়োগসহ ছয় দফা দাবিতে লালমনিরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা।
রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার (প্রধানমন্ত্রী) বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
মানববন্ধনে ছয় দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি লালমনিরহাটের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং শিক্ষক আখতার হোসেন প্রমুখ।
এ সময় লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত শিক্ষকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :