AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালালকে পুলিশের কাছে সোপর্দ


ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালালকে পুলিশের কাছে সোপর্দ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হেলেনা আক্তার (৪৫) নামে এক নারী দালালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার (২০ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়। পরে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, হেলেনা আক্তার দীর্ঘদিন ধরে হাসপাতালের কোনো নিয়োগপ্রাপ্ত কর্মচারী না হয়েও ভুয়া পরিচয়ে রোগীদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করে আসছিলেন। এমনকি হাসপাতালের আইডি কার্ড ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করতেন তিনি।

ঘটনার দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্থানীয়দের সহায়তায় হেলেনা আক্তারকে হাতেনাতে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে তাদের কাছে সোপর্দ করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) পিযুষ কান্তি বিশ্বাস জানান, “হেলেনা আক্তার হাসপাতালের কর্মচারী না হয়েও রোগীদের সঙ্গে প্রতারণা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে স্থানীয়রা আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!