AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় ‘গ্রামীণ কৃষকের উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


ভাঙ্গুড়ায় ‘গ্রামীণ কৃষকের উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় ‘গ্রামীণ কৃষকের উন্নয়ন’ শীর্ষক সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে উপজেলা কৃষক দলের আয়োজনে ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন।

সেমিনারে বক্তব্য রাখেন—ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) মাহবুব উল আলম বাবলু, পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান আসিফ, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজীজ, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (ভাঙ্গুড়া জোনাল অফিস)–এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোজাম্মেল হোসেন এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (ভাঙ্গুড়া শাখা)–এর ব্যবস্থাপক আবিদ উল আলম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ আমিনুল হক মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু নাঈম নাছির, পৌর কৃষক দলের সদস্য সচিব পান্না হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং প্রান্তিক কৃষকরা।

বক্তারা বলেন, এ ধরনের সেমিনার প্রান্তিক কৃষকদের সচেতনতা বৃদ্ধি, আধুনিক কৃষিপদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান এবং সংগঠিত হওয়ার অনুপ্রেরণা জোগাবে। তারা এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!