ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া মোড়ে সড়ক প্রশস্তকরণ ও স্পিডব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
গত শনিবার (১৯ এপ্রিল) সকালে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার পরদিন রোববার (২০ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের মেছড়দিয়া মোড় বাজারের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি এস. এম. কামাল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আকরাম ফকির। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিপুলসংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় বক্তব্য দেন—পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সাগর, পৌর কৃষক দলের আহ্বায়ক মো. নূর নবী মিয়া, শিক্ষক মো. লিটন খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শারাফাত সরৎ, সাহাবুদ্দিন আহমেদ শাওনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মেছড়দিয়া মোড়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলেও এখানে কোনো স্পিডব্রেকার না থাকায় ঘনঘন দুর্ঘটনা ঘটছে। অনেকে প্রাণ হারাচ্ছেন, কেউ কেউ পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি দ্রুত স্পিডব্রেকার স্থাপন না করা হয়, তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
প্রসঙ্গত, গতকাল শনিবার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে খুলনাগামী একটি গোল্ডেন লাইন পরিবহন মেছড়দিয়া মোড়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা দুইজন যাত্রী ঢাকায় নেওয়ার পথেই মারা যান।
জানা গেছে, মেছড়দিয়া বাজারের সামনে দিয়ে মহাসড়কের উত্তর ও দক্ষিণ পাশে দুটি বাইপাস সড়ক রয়েছে। এই পথ দিয়ে বোয়ালমারী ও মধুখালী উপজেলার অন্তত ২০টি গ্রামের মানুষ অটোরিকশা ও ভ্যানযোগে চলাচল করেন। প্রতিনিয়ত তাদেরকে মহাসড়ক পার হতে হয়, যা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :