AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে সেনাবাহিনীর হাতে ৫ ডাকাত আটক


ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে সেনাবাহিনীর হাতে ৫ ডাকাত আটক

কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতি প্রস্তুতিকালে পাঁচ সদস্যের একটি ডাকাত দলকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। রবিবার (২০ এপ্রিল) সকালে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ভৈরব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু তালেব।

আটক ব্যক্তিরা হলেন—পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার বিল্লাল মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩০), মৃত তাইফ উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান সুমন (৪৫), মৃত মন্টু মিয়ার ছেলে মো. জীবন মিয়া (৩২), মোতালেব মিয়ার ছেলে মো. মুরাদ মিয়া (৩৫) এবং আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ জুয়েল রানা (২৯)।

সেনাবাহিনী ক্যাম্প ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় একটি সংঘবদ্ধ চক্র চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল। সেনাবাহিনীর একটি দল, মেজর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে, ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ডাকাতদের একটি আস্তানার সন্ধান পাওয়ার পর সেখান থেকে ৫ জনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে রাতেই সেনাসদস্যরা তাদের ভৈরব থানায় সোপর্দ করেন।

ভৈরব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবু তালেব বলেন, “আটককৃতদের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক অভিযোগ ছিল। সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!