ছয় দফা দাবিতে আন্দোলনে উত্তাল নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট। দীর্ঘদিন ধরে উপেক্ষিত দাবি আদায়ে এবার আরও কঠোর অবস্থানে গেছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছে।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আমাদের যৌক্তিক দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হচ্ছে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার নামে নাটক মঞ্চায়িত করা হয়েছে। আমরা আর প্রতারণা সহ্য করব না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এর আগে বেলা ১১টায় ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং’, ‘ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শিক্ষার্থীদের হামলা কেন, প্রশাসন জবাব দাও’সহ নানা স্লোগানে প্রকম্পিত করে তোলে শহরের রাজপথ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “দুইদিন সময় নিয়েও কর্তৃপক্ষ দাবি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। এমন পরিস্থিতিতে দাবি না মানলে সারাদেশে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে। লংমার্চ করে ঢাকায় পৌঁছে কারিগরি অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় এমনকি হাইকোর্ট পর্যন্ত তালাবদ্ধ করার হুঁশিয়ারি দেন তারা।”
উল্লেখ্য, শিক্ষার্থীরা যেসব ছয় দফা দাবি তুলেছেন, তা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সের মানোন্নয়ন, শিক্ষক সংকট নিরসন, আধুনিক ল্যাব ও প্রযুক্তি সুবিধা বৃদ্ধি, ডিপ্লোমা ডিগ্রিধারীদের চাকরিতে বৈষম্য দূর করাসহ শিক্ষার পরিবেশ উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :