ঝালকাঠি জেলার রাজাপুরে শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্ব কানুদাসকাঠি গ্রামের একটি বসত ঘরের পিছনে সবজি ক্ষেতে রোপন করা ৬ ফুট ৬ ইঞ্চি একটি গাঁজা গাছ উদ্ধার করে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আটককৃত ব্যক্তি, ক্ষেতের মালিক আব্দুর রহমান (২৪)। তিনি ওই গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।
এছাড়াও উপজেলার কানুদাসকাঠি গ্রামের নলবুনিয়া বাজারস্থ ওবায়দুল সিকদারের চায়ের দোকানের সামনের পাকা রাস্তার উপর থেকে জামাল হাওলাদার ছোট্ট (৩৪) কে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ। তিনি ওই একই গ্ৰামের মৃত ফজলুল হক হাওলাদারের ছেলে।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান অভিযানিক দলের নেতৃত্ব দেওয়া অফিসার।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :