বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে আইনশৃঙ্খলা অবনতি, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সন্যাসী বাজারে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোরেলগঞ্জ পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, “বাগেরহাট-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দীর্ঘদিন ধরে মোরেলগঞ্জ-শরণখোলার নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের পাশে ছিলেন।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে ঈদ ও কোরবানীতে নেতা-কর্মীদের শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন শিপন। দলের দুঃসময়ে তিনিই একমাত্র নেতা, যিনি চ্যালেঞ্জ নিয়ে নিয়মিত দলীয় কর্মসূচি পালন করেছেন।”
সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাসেল আল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ছালাম, উপজেলা কৃষকদল সভাপতি জয়নাল আবেদিন, বিএনপি নেতা অধ্যক্ষ মিজানুর রহমান, প্রভাষক শামীম আহসানসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বক্তৃতায় স্থানীয় প্রশাসনের ব্যর্থতা, রাজনৈতিক হয়রানি এবং সাধারণ জনগণের দুর্ভোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :