AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশকে আর প্রতিপক্ষ বানানোর সুযোগ নেই, পুলিশ জনগণের — পুলিশ সুপার


পুলিশকে আর প্রতিপক্ষ বানানোর সুযোগ নেই, পুলিশ জনগণের — পুলিশ সুপার

জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেছেন, “পুলিশকে আর কেউ প্রতিপক্ষ বানানোর সুযোগ পাবে না, পুলিশ এখন জনগণের। ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এই স্লোগান নিয়ে ৫ আগস্টের পর থেকে নতুনভাবে পুলিশ গঠন হয়েছে। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন-ভাতা চলে, সুতরাং পুলিশ কখনোই জনগণের প্রতিপক্ষ হতে পারে না।”

রোববার বিকেলে ইসলামপুর থানা প্রশাসনের আয়োজনে জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার কাচারি মাঠে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, “সুস্থ সমাজ গঠনে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করতে হবে। এসব অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” তিনি সমাজের সর্বস্তরের মানুষকে এসব অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমদৌল্লাহ পাহলোয়ান, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা আমীর সুলতান মাহমুদ সিরাজীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ//জা.প্র//এ.জে

Shwapno
Link copied!