AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে দুই মাসে ডিএসবি’র মাধ্যমে ১৪টি মোবাইল উদ্ধার


বোয়ালখালীতে দুই মাসে ডিএসবি’র মাধ্যমে ১৪টি মোবাইল উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গত দুই মাসে হারানো ১৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা বিশেষ শাখা (ডিএসবি)। এসব মোবাইল উদ্ধারে নেতৃত্ব দেন বোয়ালখালী জোনের ডিএসবি উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুক মিয়া।

সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো—পাঁচ মাস আগে হারানো মোবাইল ফোন ফিরে পেয়েছেন পৌর সদরের পূর্ব গোমদণ্ডীর বাসিন্দা জোস্না আক্তার। গতকাল রোববার (২০ এপ্রিল) মোবাইলটি তার হাতে তুলে দেন এসআই মাসুক মিয়া।

জোস্না আক্তার জানান, পাঁচ মাস আগে তিনি তার ব্যবহৃত মোবাইলটি হারিয়ে ফেলেন এবং বিষয়টি নিয়ে বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দীর্ঘ সময় পর এসআই মাসুক মিয়া তাকে ফোনে জানালে তিনি মোবাইল ফিরে পান।

এসআই মাসুক মিয়া বলেন, “মোবাইল হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করতে হবে। সেই জিডির সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় আমরা মোবাইল উদ্ধারে কাজ করি। গেলো দুই মাসে আমি মোট ১৪টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরেছি।”

মোবাইল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তারা এসআই মাসুক মিয়ার এই মানবিক উদ্যোগ ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!